স্বাগতম আলাদীপাড়া আজিজিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা

প্রতিষ্ঠাতার জীবনী

মরহুম আলহাজ্ব  আজিজুল হক সাহেবের সংক্ষিপ্ত জীবন ইতিহাস

জনাব মরহুম আলহাজ্ব মোঃ আজিজুল হক। পিতা মৃত ফইমুদ্দীন আলাদীপাড়া গ্রামে ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাহার জন্ম তারিখ সঠিক ভাবে জানা যায়নি । তিনি পিতার এক মাত্র সন্তান। তাহার আর অন্য কোন ভাই বোন ছিলেন না। তিনি অনেক সম্পদের মালিক ছিলেন। তাহার দুই জন স্ত্রী ছিল। কিন্তু কোন স্ত্রীর সন্তানাদি ছিলনা। তিনি ছিলেন নিঃসন্তান। জনাব মরহুম আলহাজ্ব আজিজুল হক সাহেব মনে মনে চিন্তা করে দেখেন যে, তার এই বিশাল সম্পদ একদিন তছরুপ হয়ে যাবে ।কেননা তার বংশের কোন ওয়ারিশ নাই। যেহেতু তাহার বাবা ফইমুদ্দীন ও ছিলেন বাবার একমাত্র সন্তান। সার্বিক চিন্তা ভাবনা করে মরহুম আলহাজ্ব আজিজুল হক সিদ্ধান্ত গ্রহণ করেন যে, ইসলাম ধর্ম বিস্তারের লক্ষে একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা দরকার। এই উদ্যোগ গ্রহণ করে এলাকার গণ্য মান্য ব্যক্তিদের কে নিয়ে গত ০১-০১-১৯৭৫ইং সালে আলাদীপাড়া আজিজিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা নামকরণ করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। যা অদ্যাবদী সুনামের সাথে পরিচালিত হয়ে আসিতেছে।

প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব আজিজুল হক সাহেব শারীরিক অসুস্থতার কারনে গত ৩১-০৮-২০১১ ইং তারিখে ইন্তেকাল করেন ।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ( আল্লাহ্‌ তাকে জান্নাতুল ফেরদৌসে উচ্চ মাকাম দান করুন)

আলাদীপাড়া আজিজিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসা স্থাপিতঃ-১৯৭৫,ই,আই,এন: ১২৭৭৩৯, মাদ্রাসা কোর্ডঃ-১৪৩৯৩,আলাদীপাড়া, চৌধুরাণী, পীরগাছা,রংপুর।

কারিগরি সহায়তা: Md Nazmul Islam-Email: nazmulbd24sms@gmail.com - 01318137439